Ticker

6/recent/ticker-posts

রোমান্টিক প্রেমের কবিতা- সুনয়না


সেদিন ছিল বসন্তের শুরু
আগমনী গান বেজেছিল চারিপাশে,
কে জানতো? 
মনের অচিন গহিনেও বাজবে
সুরালা গান।

কৃষ্ণ কেশ, নয়নাভিরাম নয়ন,
কে জানতো? 
ভরিয়ে দিবে প্রান।

মনে পরে? নীল শাড়ি পরেছিলে সেদিন
খোপায় শুভাসিত ফুল।
হাতে রেশমী চুরি,
কানে ঝুমকো জবার দুল।

আমি তখন বিষণ বোকা, 
বোকা বনে দাঁড়িয়ে।
আড় চোখে তাকিয়েছিলে
মনটা কেড়ে নিয়ে।

কোনো এক চাঁদনী রাতে
যার আসার প্রহর গুনি,
নুপুর পায়ে, ছন্দের ঢেউ তুলে
যার মুখের কথা শুনি।

তুমি কি আসবে?
দিবে আমায় কোমল হাতে ছুয়ে।
ভালবাসার রাজ্য দিবো পারি
তোমায় বুকে নিয়ে।

হবে কিছু কথা,
ক্ষানিক নিরবতা।
আলতা রাঙা পায়
পরিয়ে দিবো হায়
ভালবাসার নিঝুম লতা।

আমি দেখি তোমায়,
ভাবি তোমায়,
কতই না তুমি চেনা।
মিস্টি ওই সুর, ওই কাজল রাঙ্গা চোখ
হয়ে যাই আনমনা।

তবে কি তুমি সেই?
তুমিই কি আমার সেই,
ভালবাসার সুনয়না।

কলমে__ মির্জা নয়ন  

Post a Comment

0 Comments